© ফাইল ছবি
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং রাশেদ খান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত ফকিরাপুলের প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শেষে রাত ১০টার পর ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে সংগঠনটির বর্তমান সদস্য সচিব নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নুর ছাড়াও বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দলের আহ্বায়ক রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান ছাড়াও বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন।