গণঅধিকার পরিষদ থেকে চূড়ান্তভাবে বাদ রেজা কিবরিয়া

০১ জুলাই ২০২৩, ০৬:১৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
রেজা কিবরিয়া

রেজা কিবরিয়া © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়াকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আগামী ১০ জুলাই পরিষদের কাউন্সিল আগামী ১০ জুলাই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শনিবার (১ জুলাই) গণঅধিকার পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের ১নং যুগ্ম আহবায়ক রাশেদ খান ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য সচিব নুরুল হক নুরকে রুটিন দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "গত ২৫ জুন গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৮৪ সদস্যের স্বাক্ষরসহ আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে সদস্যদের নিকট বক্তব্য উপস্থাপনের জন্য আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক জরুরি সভা আহ্বান করেন। ঈদের ছুটিতে যানবাহন সংকট ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সদস্যরা উপস্থিত হলেও সভা ডেকে আহ্বায়ক অনুপস্থিত থাকেন। তাই উক্ত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ খানকে সভার সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, সদস্য সচিব মোঃ নুরুল হক (নুর) সভা সঞ্চালনা করেন। সভায় গঠনতন্ত্রের ধারা ৩৮, ১৮ (গ) এর (১) (৩) ও (৮), ৩৪ (ঙ) এবং ৪১ এর ক্ষমতাবলে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে;

১) গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য আহ্বায়কের প্রতি অনাস্থা প্রস্তাব সমর্থন করায় আহ্বায়ককে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২) দলের চলমান সংকট নিরসনে জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী জুলাই দলের উচ্চতর পরিষদ ও জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩) কাউন্সিলের পূর্ব পর্যন্ত ১নং যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কাউন্সিলের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং সদস্য সচিব মো. নুরুল হক (নুর)-কে রুটিন মাফিক নিয়মিত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শাকসু নির্বাচন: প্রচারণায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
  • ১২ জানুয়ারি ২০২৬
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9