ঢাবির সূর্যসেন ছাত্রলীগের ২২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১১:৩৪ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২২, ১১:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা' সূর্যসেন হল শাখা ছাত্রলীগের ২২২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি মো. মারিয়াম জামান খান (সোহান) কে সভাপতি ও সিয়াম রহমানকে সাধারণ সম্পাদক করে এ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
২২২ সদস্য বিশিষ্ট কমিটিতে ১নং সহ-সভাপতি হলেন মুনতাসির মামুন রিফাত, ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন তানভীর আহমেদ স্বাধীন ও ১নং সাংগঠনিক সম্পাদক হলেন আব্দুল্লাহ খান শৈশব।
উক্ত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মোল্লা ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিন কবির অন্তু।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ৫১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ১৫ জন এবং সাংগঠনিক সম্পাদক ১৫ জন।
অন্যদিকে কমিটিতে সম্পাদক হলেন ৩০ জন, উপ-সম্পাদক হলেন ৭৯ জন, সহ-সম্পাদক হলেন ১৮ জন এবং সদস্য হলেন ১২ জন।