চবিতে ভর্তিচ্ছুদের ভরসার নাম ‘সীমা আপু’

০৫ নভেম্বর ২০২১, ০৩:৩৭ PM
শামীমা সীমা

শামীমা সীমা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যায়নরত ছাত্রী কিংবা ভর্তিচ্ছু শিক্ষার্থী- তাদের সবারই সমস্যা সংকট বা প্রয়োজনে একটি অন্যতম নাম শামীমা সীমা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামের নেত্রী হিসেবে সীমার খ্যাতি থাকলেও পরোপকারে দলমত নির্বিশেষে সকলের জন্য সবার আগেই এগিয়ে আসেন তিনি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিতে আসা অসংখ্যা ভর্তিচ্ছু ছাত্রী ও তাদের নারী অভিভাবকদের থাকা-খাওয়ার সুব্যবস্থা করে দিয়ে এখন আলোচনায় সীমা। অনেক ভর্তিচ্ছু ছাত্রী গভীর রাতেও ক্যাম্পাসে এসে সীমার সহায়তা চেয়ে নিরাশ হতে হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় সুদূর রাজশাহী থেকে ভর্তি পরীক্ষায় দিতে মাকে সঙ্গে করে এসেছিলেন আফরোজা শাহীন। দূরের যাত্রায় একদিন আগেই বিশ্ববিদ্যালয়ে আসতে গিয়ে গভীর রাত হয়ে যায় ক্যাম্পাসে পৌঁছাতে। ক্যাম্পাসে পৌঁছালেও কোথায় আশ্রয় নেবেন, কোথায় রাত কাটাবেন কিছুই জানা ছিলো না আফরোজার। গভীর রাতেই ছাত্রী হলে আন্তরিক আতিথেয়তা পান আফরোজা ও তার মা।

সুদূর কুষ্টিয়া থেকে একাই ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন এলিনা। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দূরের কথা চট্টগ্রাম শহরই তার অচেনা। সঙ্গে নেই কোনো অভিভাবকও। এখানেও সাহায্যকারী আর আশ্রয়দানকারী হিসেবে এগিয়ে আসেন সীমা। ছাত্রী হলে এলিনার থাকা-খাওয়ার ব্যবস্থা হয়। পরদিন যথাসময়ে পরীক্ষায় অংশ নেন তিনি।

এলিনা বলেন, ‘কুষ্টিয়া থেকে ভর্তি পরীক্ষা দিতে এসে চট্টগ্রামে আমি ছিলাম অভিভাকহীন। একা মেয়ে হিসেবে আমার নিরাপদ থাকার কোনো জায়গা ছিলো না। শামীমা সীমা আপুর সহায়তা ও তত্ত্বাবধানে আমি ছাত্রী হলে থাকার সুযোগ পেয়েছি।’

একই রকম তথ্য জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী আফসানা। আফসানা বলেন, ‘আমার একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী নারী অভিভাবকসহ রাত ২টায় ক্যাম্পাসে পৌঁছে। তাদের থাকার কোনো ব্যবস্থা ছিলো না। রাত ২টায় সীমা আপুকে কল দিলে তিনি তাৎক্ষণিক সাড়া দেন এবং নিজেই এগিয়ে এসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও নারী অভিভাবককে ছাত্রী হলে থাকার সুব্যবস্থা করে দেন।’

শামীমা সীমা জানান, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পড়ালেখার পাশাপাশি সহপাঠী সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের সমস্যা ও সংকটে পাশে থাকার ব্রত নিয়েই নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন।

সীমা বলেন, ‘আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। ছাত্রলীগের ত্যাগ, আদর্শ এবং সংগ্রামের ইতিহাস বুকে ধারণ করেই আমি সবার পাশে দাঁড়াই। চলমান ভর্তি পরীক্ষায় দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু ছাত্রীদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।’

এভাবে চলমান ভর্তি পরীক্ষায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ ছাত্রী ও তাদের নারী অভিভাবকদের আতিথেয়তা দিয়েছেন সীমা। থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। সহস্র ছাত্রীকে ভর্তি পরীক্ষা সম্পর্কে নানা দিক নির্দেশনা ও সুপরামর্শ দিয়ে সহায়তা করেছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি করোনাকালে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ, রমজানে ইফতার ও সেহরি বিতরণসহ নানা ধরনের সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রমে সবার অগ্রভাগে থাকেন সীমা।

শামীমা সীমা আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরীর উৎসাহ এবং অনুপ্রেরণায় আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণে ও এবং তাদের সমস্যা সংকটে পাশে থাকার সর্বাত্বক চেষ্ঠা করি।

শামীমা সীমা বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কালের কণ্ঠ শূভ সংঘের সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম সাড়িতে থাকা সীমা সমসাময়িক সময়ের রাজনীতির সংগ্রামের নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন সর্বমহলে।

প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকের ম…
  • ২১ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা শুধু পরিবর্তনের নয়, সতর্কতারও: …
  • ২১ জানুয়ারি ২০২৬
ফ্ল্যাটের পর হাদির পরিবারকে নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রোজার পুরো মাসে স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট
  • ২১ জানুয়ারি ২০২৬
সরেননি জামায়াত নেতা, বিপাকে এনসিপির তুষার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9