অর্থের অভাব জয় করে পরীক্ষার হলে জাহাঙ্গীর, পাশে ছাত্রদলের নাছির

জাহাঙ্গীর হোসেন
জাহাঙ্গীর হোসেন  © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরের প্রত্যন্ত একটি গ্রামের মেধাবী ছাত্র জাহাঙ্গীর হোসেনের স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় কিছু করার। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা অর্থসংকট তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এসএসসি পরীক্ষার প্রাক্কালে বিদ্যালয়ের বকেয়া ফি পরিশোধ করতে না পারায় প্রবেশপত্র না পাওয়ার শঙ্কায় পড়ে যায় সে।

বন্ধুরা যখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন জাহাঙ্গীর দুশ্চিন্তায় দিন কাটায়। পরিবারের আর্থিক অবস্থা এতটাই নাজুক যে, প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে পরীক্ষার ফি মেটানো প্রায় অসম্ভব।

ঠিক সেই সময়ে সহানুভূতির হাত বাড়িয়ে দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ঘটনাটি জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে তিনি জাহাঙ্গীরের বকেয়া ফি পরিশোধের দায়িত্ব নেন এবং দ্রুত তার পরীক্ষার প্রবেশপত্র নিশ্চিত করেন।

পরীক্ষার দিন সকালে স্কুল ইউনিফর্ম পরে কলম হাতে কেন্দ্রে হাজির হয় জাহাঙ্গীর। সে দিনটিকে সে বলে, “আমার শিক্ষাজীবনের সবচেয়ে বড় দিন আজ। আমি কৃতজ্ঞ নাছির ভাইয়ের কাছে। উনি না থাকলে হয়তো আজ ঘরে বসে কাঁদতাম। এখন আবার স্বপ্ন দেখি—মানুষের মতো মানুষ হবো, সমাজ বদলাবো।”

নাছির উদ্দীন নাছির বলেন, “আমি শুধু একজন ছাত্রের পাশে দাঁড়িয়েছি। আজ সে পরীক্ষা দিচ্ছে—এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমি চাই, শিক্ষা যেন কখনো অর্থের কাছে হার না মানে।”

জাহাঙ্গীরের গল্প আজ শুধু তার নিজের নয়, এটি হয়ে উঠেছে সমাজের জন্য এক প্রেরণার বার্তা। তার চোখে এখন আবার ভবিষ্যতের স্বপ্ন, আর এই স্বপ্ন জ্বালিয়ে দিয়েছে একজন মানুষের একটি সহানুভূতির সিদ্ধান্ত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence