‘এশিয়া কাপে ভারতকে দুইবার হারাবে পাকিস্তান’
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৫ PM
দরজায় কড়া নাড়ছে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এই টুর্নামেন্ট। ৮ জাতির এই টুর্নামেন্টে এবারও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের পর ফাইনালেও তাদের আবার দেখা হতে পারে।
অবশ্য মাঠের লড়াইয়ের আগেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কথার লড়াই শুরু হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানের পেসার হারিস রউফের দাবি, দু’বারই ভারতকে হারাবে পাকিস্তান।
এশিয়া কাপের দল ঘোষণার পরপরই টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে দ্য গ্রিন ম্যানরা। সেখানে অনুশীলনও করছেন তারা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেও তৈরি হচ্ছেন। সেখানেই হারিস রউফের এক ভিডিও ভাইরাল হয়েছে।
পাকিস্তানের অনুশীলন দেখতে মাঠে হাজির হয়েছিলেন দেশটির কিছু সমর্থক। তাদের একজন রউফকে বলছিলেন, “ভারতের সঙ্গে তো দু’বার খেলা হবে।” জবাবে রউফ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, “দু’বারই হারাব।” তার এই জবাব শুনে উপস্থিত সমর্থকরা উল্লাসে চিৎকার করে ওঠেন।
ঘটনার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন আলোচনা। ভারতীয় সমর্থকেরা মজার ছলে পাল্টা খোঁচা দিয়ে বলছেন, প্রতিবার বড় প্রতিযোগিতার আগে পাকিস্তান এমন কথা বলে, কিন্তু ম্যাচে ভালো খেলতে পারে না। এরপর অজুহাত খোঁজা ছাড়া আর কিছুই থাকে না তাদের হাতে। ভারতীয় ভক্তদের দাবি, এবারও তার ব্যতিক্রম হবে না।
উল্লেখ্য, এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। তাদের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও ওমান ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এর আগে, ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে দ্য গ্রিন ম্যানরা।