হংকংকে ৩৮ রানে গুটিয়ে বিশাল জয়ে সুপার ফোরে পাকিস্তান
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮ PM
হংকংয়ের বিপক্ষে বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলল পাকিস্তান। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহ গড়া পাকিস্তান আজ হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়েছে। জয় এসেছে ১৫৫ রানে।
শারজায় পাকিস্তানের দেওয়া বিশাল রান তাড়ায় নেমে হংকং শুরু থেকেই বিপদে পড়ে। ইনিংসের তৃতীয় ওভারে নাসিম শাহর বলে দলীয় ১৬ রানে প্রথম উকেটের পতন। ফিরে যান অধিনায়াক নিজাকাত খান (৮)। একই ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান তিনে নামা বাবর হায়াত (০)। অপর ওপেনার ইয়াসিম মুর্তজা (২) শাহনেওয়াজ দাহানির শিকার হলে ১৯ রানে ৩ উইকেট হারায় হংকং। এভাবেই টপাটপ উইকেট পড়তে থাকে।
২৫ রান তুলে পাওয়ারপ্লে যখন শেষ করছে হংকং, তখনো কি কেউ ঘুণাক্ষরে টের পেয়েছিল এই হতে যাচ্ছে দলটির নিয়তি? বিশেষ করে যারা গেল ম্যাচেই ভারতের বিপক্ষে তুলেছিল ১৫০ রান! দুই স্পিনার শাদাব খান আর মোহাম্মদ নওয়াজের ভেল্কিতেই ‘বিপদ’ টা ‘বিপর্যয়ে’ রূপ নেয় হংকংয়ের জন্য।
৭ থেকে ১১ ওভারে টানা বল করেছেন দুজন মিলে, প্রতি ওভারেই অন্তত একটা করে উইকেট তুলেছেন। অষ্টম ওভারে নওয়াজ আর ১১তম ওভারে শাদাব নিয়েছেন দুটো করে উইকেট। তাতেই নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় পড়ে দলটি। ১৫৫ রানের হার সঙ্গী হয় তাদের।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯৩ রান তোলে পাকিস্তান। যদিও তারা শুরুতেই বিপদে পড়েছিল অধিনায়ক বাবর আজমের (৯) বিদায়ে। এরপর মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান মিলে গড়েন ৮১ বলে ১১৬ রানের দারুণ এক ৪২ বলে ফিফটি পূরণ করেন রিজওয়ান। এরপর ফখর ৩৮ বলে তুলে নেন ক্যারিয়ারের ৮ম ফিফটি। ১৭তম ওভারে এহসান খানের বলে আইজাজ খানের হাতে ধরা পড়েন ফখর। তার ৪১ বলে ৫৩ রানের ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছক্কা। ১৭ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ১৩৮।
এরপর থেকে রানের গতি বাড়ানোর দিকে নজর দেয় পাকিস্তান। রিজওয়ানের সঙ্গী হয়ে বেদম পিটুনি শুর করেন খুশদিল শাহ। আইজাজ খানের করা শেষ ওভারে চারটি ছক্কা মারেন খুশদিল। ওয়াইডের সৌজন্যে বাউন্ডারিসহ ওভারটিতে আসে ২৯ রান। রিজওয়ান অপরাজিত থাকেন ৫৭ বলে ৬ চার ১ ছক্কায় ৭৮ রানে। আর খুশদিল ১৫ বলে ৫ ছক্কায় অপরাজিত ৩৫* রানের ঝড় বইয়ে দেন। তাদের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে আসে ৬৪* রান। পাকিস্তানের দুটি উইকেটই নিয়েছেন এহসান খান