সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © ফাইল ফটো

সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৯ মার্চ) ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে বিসিবির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ছাত্রলীগের হল সম্মেলনকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ

তিনি জানান, বোর্ডের প্রত্যাশা সাকিব সব সংস্করণেই খেলুক। সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফিরবে। ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা হবে। আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

প্রসঙ্গত, সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সিরিজে ওয়ানডে খেলার জন্য পুরোপুরি ফিট না, রবিবার দেশ ছাড়ায় সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সেকথা জানিয়েছিলেন নিজেই। বলেছিলেন, ‘শারীরিক ও মানসিক দুইদিক থেকেই আসন্ন সিরিজের জন্য তিনি ফিট নন।’


সর্বশেষ সংবাদ