আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৬ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। খেলায় ছেলে ক্যাটগরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৩৯-১৯ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে রানার্সআপ হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

দিনের অন্য খেলায় টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে শাহাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের (ছেলে ক্যাটাগরি) ফাইনাল খেলা শেষে বুধবার দুপুরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ সোহেল প্রমুখ।

প্রসঙ্গত, এ বছর আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে।

 আইইউবিএটির স্প্রিং-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরি…
  • ৩১ জানুয়ারি ২০২৬
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
দুই নারী প্রার্থীর হাতে প্রতীক তুলে দিলেন জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘যারা বছরের পর বছর আত্মগোপনে ছিলেন তারা এখন অন্যদের গুপ্ত ব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
  • ৩১ জানুয়ারি ২০২৬