কোথাও নেই পেসার মোস্তাফিজ, তবে কি দিন শেষ তার?

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল তার। আবির্ভাবেই কাঁপিয়ে দিয়েছিলেন গোটা ক্রিকেট বিশ্বকে। তিনি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরুর দিকে তাকে নিয়ে ছিল বেশ মাতামাতি। জাতীয় দলে দাপটের সঙ্গে খেলেছেন। পাশাপাশি দাপিয়েছেন দেশবিদেশের বিভিন্ন ক্রিকেট লিগ। তবে ইদানীং বেশ খারাপ দিন যাচ্ছে তার। কোথাও যেন নেই এই কাটার মাস্টার।

সোমবার (২৩ জানুয়ারি) শুরু হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে অনুষ্ঠিত এই ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম রয়েছে। তাদের অন্যতম মোস্তাফিজুর রহমান। তবে তাকে কেউ দলে নেননি। এর আগে আসন্ন আইপিএল নিলামে কোনো দল নেয়নি মোস্তাফিজকে। বিপিএলেও তেমন ফর্মে নেই। তবে তিনি হারিয়ে গেছেন?

এবারের বিপিএলের করুণ অবস্থা যেন মোস্তাফিজের। ৭ ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ৭টি। বোলিং দিয়ে ম্যাচ জিতিয়েছেন, এমন কোনো উদাহরণ নেই। ঢাকার বোলিং আক্রমণ এমনিতেই ভয়ংকর কিছু নয়, এরপর যদিও মোস্তাফিজও অসাধারণ কিছু না করতে পারেন, তাহলে ঢাকা জিতবে কী করে! বিপিএলের মতো মানের দিক থেকে পিছিয়ে থাকা টুর্নামেন্টেও মোস্তাফিজ চমক দিতে পারছেন না। অন্য লিগে কীভাবে পারবেন?

জাতীয় দলের হয়েও তেমন কোনো পারফরম্যান্স নেই মোস্তাফিজের। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ভারত যে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, সেটাই এখন টি-টোয়েন্টি ক্রিকেটের আসল বিজ্ঞাপন। যে সিরিজের একটি ম্যাচে ২৯৭ রানও তুলেছিল ভারত। ৩ ম্যাচের সেই সিরিজে ৬৬টি বল করে ১২৪ রান দিয়েছিলেন মোস্তাফিজ। ইকোনমি রেট ছিল ১১.২৭! উইকেট মাত্র ৪টি। মোস্তাফিজকে আইপিএলে কেন নেবে? পিএসল তাকে নেবে কেন?

বাঁহাতি পেসার হিসেবে মোস্তাফিজ কিছুটা বাড়তি গুরুত্ব পেতেন। দিন শেষে ইমপ্যাক্ট না থাকলে আর কত দিন? দেশে নাহয় বাঁহাতি পেসারের ঘাটতি আছে। ক্রিকেট–বিশ্বে তো নেই। এবারের পিএসএল ড্রাফটেই বেশির ভাগ দল মোস্তাফিজকে ছাড়াই বাঁহাতি পেসার খুঁজে পেয়েছে।

আইপিএল, পিএসএল কোথাও নেই। তাহলে মোস্তাফিজ খেলবেন কোথায়? সারা দুনিয়ায় অবশ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভাব নেই। মান নিয়ে যা একটু প্রশ্ন। আইপিএলের বাইরে পিএসএল, এলপিএল ও কাউন্টিতে খেলেছেন মোস্তাফিজ। এখন হয়তো অন্য লিগগুলোর দিকেও চোখ দিতে হবে। দ্বিতীয়, তৃতীয় সারির টুর্নামেন্টে খেলতে হবে তাকে।

ক্রিকেট বিশ্লেষকদের অভিমত, মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টির জন্য আদর্শ পেসার। তবে তার বোলিংয়ে তেমন ভ্যারিয়েশন নেই। শুধু মাত্র কাটার ও স্লোয়ার দিয়ে বেশিদিন ঠিকে থাকা সম্ভব নয়। এজন্য তারা মোস্তাফিজকে তার বোলিং বৈচিত্র্যের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence