চাপের মুখে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

 মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি
মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি  © সংগৃহীত

কানপুর টেস্টে টানা বৃষ্টি বাগড়ার পর চতুর্থ দিনের খেলা গড়ালে শুরুতেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। এরপর লিটন ও সাকিব এসে বেশিক্ষণ টেকেন নাই। তবে ব্যাটসম্যানরা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। ভারতের বিপক্ষে ১৭২ বলে শতক তুলে নিয়েছেন মুমিনুল। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ১১ রান করে বুমরাহর বলে বোল্ড আউট হন এই ডানহাতি ব্যাটার। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুমিনুল হক।

সিরাজরকে ডাউন দ্য উইকেট এসে মারতে গিয়ে রোহিতের হাতে ধরা পড়েন লিটন (১৩)। এর পাঁচ ওভার পর অশ্বিনকে একই কায়দায় মারতে গিয়ে সিরাজের এক দুর্দান্ত ক্যাচের শিকার হন সাকিব (৯)। দলের স্কোর তখন ছয় উইকেট ১৭০ রান। তবে একপাশ আগে রেখেছেন মুমিনুল হক। লাঞ্চ বিরতি পর্যন্ত ১০০ রান তেলা মুমিনুলকে সঙ্গ দিচ্ছেন লাইনআপের শেষ ব্যাটার মেহেদি মিরাজ। 

সেঞ্চুরি তুলে নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। মুমিনুল ১৭৬ বলে ১০২ ও মিরাজ ২৬ বলে ৯ রানে অপরাজিত আছেন। এর আগে বৃষ্টি ও ভোজা মাঠের কারণে টানা আড়াই দিন খেলা বন্ধ থাকার পর সোমবার সকালে কানপুর টেস্টে বল মাঠে গড়ায়।


সর্বশেষ সংবাদ