ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ২৬ রানে নেই ৬ উইকেট

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ  © সংগৃহীত

রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মুশফিকের পর গেলেন সাকিবও, ২৬ রানে নেই ৬ উইকেট। তাদের সবার মধ্যেই যেন সাজঘরে ফেরার তাড়া। প্রতিবেদন লিখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৩ রান। ক্রিজে রয়েছেন লিটন দাস ও মেহেদী মিরাজ। দল এখনো পিছিয়ে আছে ২৩১ রানে।

দিনের শুরুতে স্কোর বোর্ডে ৪ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। এরপর ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ব্যক্তিগত ৪ রানে খুররমের তৃতীয় শিকার হন তিনি।

এরপর বাম হাতের পেসার মির হামজার জোড়া আঘাত। দ্রুত সময়ে সাজঘরে ফেরেন মমিনুল হক ও প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এরপরে খুররমের বলে এলবিডব্লু হয়ে ব্যক্তিগত ২ রান সাজঘরে সাকিব। ২৬ রানে সাজঘরে বাংলাদেশের ৬ ব্যাটার, যার ফলে ব্যাটিং বিপর্যয়ের পড়ে বাংলাদেশ। 

এর আগে, রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের খেলা বৃষ্টির কারণ পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৫ উইকেট। 

পরে শেষ বিকেলে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১০ রান জমা করে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ