এক ম্যাচে ছয় দেশে জন্ম নেওয়া ক্রিকেটারের উইকেট মোস্তাফিজের

পেসার মোস্তাফিজুর রহমান
পেসার মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

দুই ম্যাচ হারের পর সিরিজের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ হওয়ারর লজ্জা এড়িয়েছে টাইগাররা। এ ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমান ৬ উইকেট নিয়েছেন। এদিন তিনি আউট করেন ভিন্ন ভিন্ন ছয় দেশে জন্ম নেওয়া ছয় ক্রিকেটারকে।

এদিন মোস্তাফিজের শিকার ছয় ব্যাটারের জন্ম ভিন্ন ছয় দেশে। যদিও তারা এখন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে খেলছেন। এর মধ্যে শায়ান জাহাঙ্গিরের জন্ম পাকিস্তানে। আর নিতিশ কুমারের জন্ম কানাডায়। শ্যাডলি ভ্যান শাকওয়েক দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ক্রিকেটার। 

কোরি অ্যান্ডারসন জন্ম নিউজিল্যান্ডে। খেলেছেন দেশটির জাতীয় দলেও। নিউজিল্যান্ডের জার্সিতে বাংলাদেশের বিপক্ষেও খেলার অভিজ্ঞতা আছে তার। আরেক ক্রিকেটার জাসদিপ সিং জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। আর অলরাউন্ডার নিসর্গ প্যাটেলের জন্ম ভারতে।

আরো পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের জার্সি উন্মোচন

টেক্সাসের হিউস্টনে শনিবার আগে বোলিং করে ২০ ওভারে স্বাগতিকদের ১০৪ রানে আটকে রাখে বাংলাদেশ। এ ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়ে ৬ উইকেট নেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে দেশের সেরা বোলিং ফিগার এটি। এর আগে ২০১২ সালে বেলফাস্টে অভিষেকেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন স্পিনার ইলিয়াস সানি। সে রেকর্ড ভেঙে দিলেন ফিজ।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ফিজের এ বোলিং ফিগার ষষ্ঠ সেরা। এদিনে বাংলাদেশের হয়ে সবচেয়ে ইকোনমিকাল বোলিংয়ের রেকর্ড গড়েন রিশাদ হোসেন। ৪ ওভারে ৭ রান দেন তিনি। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ ২০১৪ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৮ রান দিয়েছিলেন রিয়াদ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence