নিজের স্কুলে সংবর্ধিত সাবিনা

২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে সংবর্ধনা

জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে সংবর্ধনা © টিডিসি ফটো

সাতক্ষীরায় নিজের স্মৃতি বিজড়িত নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এখান থেকেই মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন তিনি। 

১৭ ডিসেম্বরের সকালে স্কুলভবনের মিলনায়তনে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এরপর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবিনা। তিনি বলেন, ‘মাধ্যমিকে পড়াকালীন এই স্কুলের অনেক স্মৃতি রয়েছে আমার। কখনও ভাবিনি এত বড় খেলোয়াড় হবো। আজও সেই সময়ের অনেক শিক্ষক এখানে কর্মরত রয়েছেন। তাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্বিত’।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী। এতে আরও বক্তব্য রাখেন স্কুলটির বিদ্যোৎসাহী সদস্য মো. মঞ্জুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্, সেলিমুল হক প্রমুখ। এসময় বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬