পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ, টি-টুয়েন্টিতে আফ্রিদি

শাহিন আফ্রিদি
শাহিন আফ্রিদি  © সংগৃহীত

গতকাল বাবর আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাহিন আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) টুইটে আফ্রিদি জানিয়েছেন মাঠের ক্রিকেটে পাকিস্তানের গৌরব ধরে রাখতে কাজ করবেন তিনি।

টুইন বার্তায় তিনি লিখেন, 'পাকিস্তানের-টোয়েন্টি ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।'

'আমি দলের চেতনা ধরে রাখতে এবং ক্রিকেট মাঠে আমাদের দেশের গৌরব ধরে রাখতে আমার সেরাটা দেব। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই আমাদের সাফল্য নিহিত। আমরা শুধু একটি দল নই; আমরা সবাই ভাই, এটি একটি পরিবার। চলো আমরা একসাথে জেগে উঠি।'

এর আগে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বাবর আজমকে সীমিত ওভারের দায়িত্ব থেকে বাদ দিলেও টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল রাখতে চান। 

কিন্তু লাহোরে পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজম বলেছেন, সব ধরনের ফর্মেটের অধিনায়কের পদ থেকে তিনি সড়ে দাঁড়িয়েছেন। এটা সত্যিই কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত। শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে আমি তিন ফরমেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই।


সর্বশেষ সংবাদ