বিশ্বকাপে অকাতরে রান বিলিয়ে লজ্জার রেকর্ড রউফের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১০:০৮ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১০:০৮ AM
এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছেন রউফ। আর বিশ্বমঞ্চে নিজের অভিষেক আসরেই বেশ খরুচে ছিলেন এই পাকিস্তানি পেসার। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এমন একটি রেকর্ড নিয়ে টুর্নামেন্ট শেষ করবেন, এমনটা নিশ্চয়ই হারিস রউফ ভাবেননি। প্রতি ম্যাচে প্রতিপক্ষ বোলারদের হাতে তুলোধুনো হয়েছেন তিনি। বিশ্বকাপে ৯ ম্যাচে মোট ৫৩৩ রান দিয়েছেন রউফ।
বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এটিই কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রউফ পেছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের আদিল রশিদের দেওয়া ৫২৬ রানকে। তবে বিব্রতকর এই রেকর্ডের পাশাপাশি কিছু ভালো পরিসংখ্যানও যোগ হয়েছে রউফের ঝুলিতে।
এবারের আসরে রউফের পরই সবথেকে বেশি রান দেয়ার তালিকায় দুইয়ে আছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। ৯ ম্যাচে তিনি দিয়েছেন মোট ৫২৫ রান। এরপর সমান ম্যাচ খেলে ৪৮১ রান দিয়ে তালিকার তিনে আছেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। চারে আছেন আফগান স্পিনার মুজিব উর রহমান, তিনি দিয়েছেন ৪৫৮ রান, ৮ ম্যাচ খেলে ৪৩৯ রান দিয়ে পাঁচে আছেন মিচেল স্টার্ক।
অন্যদিকে লজ্জার এ রেকর্ডের পাশাপাশি ভালো একটি রেকর্ডও করেছেন রউফ। এবারের বিশ্বকাপে ডেথ ওভারে (৪১–৫০) সবচেয়ে বেশি ১০ উইকেট এখন তার।