এখনও যে সমীকরণে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল
পাকিস্তান ক্রিকেট দল  © ফাইল ফটো

চলমান বিশ্বকাপে ইতোমধ্যে তিন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি এক দলের জায়গা এখনো নির্ধারিত না হলেও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে সেমিতে উঠার লড়াইয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ১৬০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ফলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে থেকে তাদের রানরেট দাঁড়িয়েছে ০.৭৪৩ এ।

এদিকে পাকিস্তান তাদের ০.০৩৬ রানরেট নিয়ে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে গেলে এখন কঠিন অঙ্ক বাবর আজমদের সামনে। 

যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, সেমিফাইনালে উঠতে হলে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। অর্থাৎ প্রথমে ব্যাট করে পাকিস্তান যদি ৩০০ রান করে, তাহলে ইংল্যান্ডকে ১৩ রানের মধ্যে অল আউট করতে হবে। অপরদিকে বাবর আজমরা প্রথমে বল করলে অন্তন্ত ২৮৪ বল বাকি থাকতে জিততে হবে। অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাট করে যদি ৫০ রান করে, তাহলে পাকিস্তানকে সেই রান তুলে ফেলতে হবে ২.৪ ওভারের মধ্যে।

আরও পড়ুন: ইনজামামের পদত্যাগপত্র গ্রহণ পিসিবির, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

দু’টি অঙ্কই বেশ কঠিন। ইডেনে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে, সেই সঙ্গে মাথায় রাখতে হবে দু’টি অসম্ভব কঠিন অঙ্ক। টসের পরেই ঠিক হয়ে যাবে কোন অঙ্ক মাথায় নিয়ে নামবেন বাবররা।

বিশ্বকাপের সেমিফাইনালে তিনটি দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ভারত এক নম্বরেই থাকবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। শেষ জায়গার জন্য লড়ছে তিনটি দল। নিউজিল্যান্ড, পাকিস্তান ছাড়াও লড়াইয়ে রয়েছে আফগানিস্তান। কিউইরা বৃহস্পতিবার জিতে শেষ চারে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলল। এখন পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক। আর আফগানিস্তানের? সেই অঙ্ক কঠিনতম। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence