ইনজামামের পদত্যাগপত্র গ্রহণ পিসিবির, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে

ইনজামাম উল হক
ইনজামাম উল হক  © সংগৃহীত

ইনজামাম-উল-হকের পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ৩০ অক্টোবর প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইনজামাম। পিসিবি নিবন্ধিত একটি খেলোয়াড়দের ব্যবস্থাপনা কোম্পানিতে তাঁর শেয়ার আছে এবং সে কারণে দলে খেলোয়াড় নির্বাচনে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে—ইনজামামের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর পিসিবি তদন্ত কমিটি গঠন করেছিল। 

এই কমিটিকে স্বচ্ছভাবে কাজ করতে দিতেই পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে তখন বিবৃতিতে জানিয়েছিলেন ইনজামাম। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে আবার দায়িত্বে ফিরবেন বলেও জানিয়েছিলেন সাবেক এ অধিনায়ক। পিসিবির মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের প্রধান আলিয়া রশিদ কিছুদিন আগেও বলেছিলেন, ইনজামামের পদত্যাগ করার দরকার ছিল না। কিন্তু পিসিবি এখন বিবৃতিতে জানিয়েছে, ‘সময়মতোই তার (ইনজামাম) বিকল্প ঘোষণা করা হবে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এ সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সমালোচনা করেন ইনজামাম। এর কয়েক ঘণ্টা পর পিসিবি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানায়। জিও নিউজ আরও জানিয়েছে, সাক্ষাৎকারে ইনজামাম অভিযোগ করেছিলেন, পিসিবি তাঁর ই-মেইলের জবাব দিচ্ছে না এবং তদন্তের কাজে তাঁকে ডাকছেও না। এরপর ইনজামামের পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়ে পিসিবি বিবৃতিতে বলেছে, ‘ছেলেদের জাতীয় নির্বাচক কমিটি ও জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান পদ থেকে ইনজামামের পদত্যাগ গ্রহণ করেছে পিসিবি। সময়মতো তার বিকল্প ঘোষণা করা হবে।’

পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যানের বিরুদ্ধে প্রধান নির্বাচক হিসেবে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। ইয়াজু ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি খেলোয়াড়দের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অংশীদার ইনজামাম এবং এই প্রতিষ্ঠানের মালিক তালহা রেহমানি পাকিস্তানের তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির এজেন্ট। এ অভিযোগ ওঠার পর পিসিবি পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। 


সর্বশেষ সংবাদ