না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

হাত মিলিয়েই বাংলাদেশ–হংকং ম্যাচের সমাপ্তি
হাত মিলিয়েই বাংলাদেশ–হংকং ম্যাচের সমাপ্তি  © এএফপি

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল হংকং। কিন্তু বৃষ্টির কারণে সে ম্যাচটি আর হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না থামায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। গেমসের নিয়ম অনুযায়ী, বাছাই পর্বে এগিয়ে থাকায় হংকংকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে।

গতকাল ভারতও এভাবে সেমিফাইনালে উঠে গেছে মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে। আগামী রোববার ভারত–বাংলাদেশের মধ্যে হবে সেমিফাইনাল ম্যাচ। আজ দিনের প্রথম ম্যাচে অবশ্য খেলা হয়েছে। সেখানে থাইল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

আরও পড়ুন: পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

এর মধ্যে এক আসর না থাকলেও এবারের এশিয়ান গেমসে অবারও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। পুরুষ ও নারী—দুই বিভাগেই ক্রিকেট হচ্ছে টি–টোয়েন্টি সংস্করণে। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া মেয়েদের ক্রিকেট চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে পুরুষদের ক্রিকেট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

এর আগে ২০১০ ও ২০১৪ সালে দুবার এশিয়ান গেমসে ক্রিকেট খেলা হয়েছে। এই ক্রিকেট থেকেই দেশে  এসেছে একমাত্র সোনার পদকটি। ২০১০ সালে বাংলাদেশের পুরুষ দল জিতেছিল সোনা। সেবার মেয়েরা জিতেছিল রুপা। ২০১৪ সালে পুরুষেরা ব্রোঞ্জ জিতলেও মেয়েরা রুপার পদক জিতে নিয়েছিলো। 


সর্বশেষ সংবাদ