সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই: লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস  © সংগৃহীত

আগামীকাল শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে দুই দল। তবে লিটনের ফর্ম চিন্তায় ফেলেছে সমর্থকদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। সেখানে লিটনের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সাংবাদিকরা। সম্মেলনে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটন এক কথায় জানান,‘দেখি না।’

বুধবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে নিউজিল্যান্ড সিরিজ ঘিরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এশিয়া কাপে ব্যর্থতার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। এগুলো ক্রিকেটারদের কতটা প্রভাবিত করে প্রশ্নে লিটন বলেছেন, ‘এখন এত পরিমানে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে কারও কাছে নেই।’

খেলার বাইরে যতটুক সময় পান, ততটুকুই পরিবারের সঙ্গে কাটান জানিয়ে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’ সম্প্রতি লিটনের ব্যাটিং গড় নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে। যদিও ব্যাটিংয়ে ভালো করতে চেষ্টা করার কথা জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আলাদা নজর থাকবে রিয়াদ ও সৌম্যর ওপর। আসন্ন সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন জানান, তারা যে কোনো পজিশনে রান করার চেষ্টা করবে। 

আরও পড়ুন: ৮ বছর পর কুমিল্লার জার্সিতে বিপিএলে রশিদ খান

রিয়াদ-সৌম্যর ভূমিকা নিয়ে লিটন বলেন, ‘ভুমিকা জিনিসটা আমি আসলে বলতে চাই না। এটা মূলত পরিস্থিতির উপর নির্ভর করে।৩০-৩৫ ওভারের খেলা বাকি থাকতে ম্যাচে যদি দ্রুত উইকেট পড়ে যায় আর রিয়াদ ভাই ব্যাটিংয়ে নামে তাহলে উনি উনার মতো করেই খেলবে। উনি অনেক অভিজ্ঞ। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে।’

বৃহস্পতিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচে মিরপুর স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence