নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মাহমুদউল্লাহ, তামীম ও সৌম্য
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
নিউজিল্যান্ড সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যে দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। অধিনায়কত্ব করবেন লিটন দাস। বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ তিন পেসার তাসকিন আহমেদ–হাসান মাহমুদ–শরীফুল ইসলামকে।
প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।
এর আগে এশিয়া কাপে মাহমুদউল্লাহকে স্কোয়াডে না রাখায় আলোচনা-সমালোচনা তৈরী হয় ক্রীড়াঙ্গনে।