কিন্তু বাজারে সবজির দাম কম— শেখ হাসিনার কণ্ঠে কবিতা আওয়ামী লীগের পেজে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:২৩ PM

টানা ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তার সঠিক অবস্থান নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা। ভারত সরকার তার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।
এদিকে, ৫ আগস্টের পর থেকে একাধিক বার আওয়ামী লীগের ফেসবুক পেজে লাইভে আসলেও তার চেহারা দেখা যায়নি। এসব লাইভে তিনি কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে শোনা গেছে। এছাড়া তার বেশ কয়েকটি ফোনালাপও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে এবার ভিন্নধর্মী একটি অডিও নিয়ে হাজির হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা। আজ রবিবার (৬ এপ্রিল) রাতে তার কণ্ঠে আওয়ামী লীগের পেজে ব্যঙ্গাত্মক একটি কবিতা আপলোড করা হয়েছে।
‘কিন্তু বাজারে সবজির দাম কম’ শীর্ষক এই কবিতাটির লেখক কবি লুৎফর রহমান লিটন। যথারীতি এই কবিতা আবৃতিতেও শেখ হাসিনার চেহারা দেখা যায়নি।