রাসেল ডমিঙ্গো আর বাংলাদেশ ক্রিকেটের কোচ নন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১১:৩২ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ১১:৩২ AM
কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। তবে নিজ থেকেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
এই দক্ষিণ আফ্রিকান কোচের পদত্যাগের বিষয়টি বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর বড়দিন পালন করতে দক্ষিণ আফ্রিকায় যান ডমিঙ্গো। দেশে ফেরার পর মঙ্গলবার বিসিবিকে জানান, আর থাকতে চান না তিনি। এরপর তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
এর আগে জালাল ইউনুস জানিয়েছিলেন, এমন একজন কোচ দরকার, যিনি দলের ওপর প্রভাব রাখতে পারবেন। শিগগিরই কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এমন একজন ভালো কোচ চাই, যিনি ভালো পরামর্শদাতা হবে।