পাইকগাছায় সংবর্ধনা পেলো মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ PM

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়া খুলনার পাইকগাছার নবীন শিক্ষার্থীদের সম্মানে এক অনাড়ম্বর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কৃতী এই শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট’স কাউন্সিল অফ পাইকগাছা। সংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় এক উচ্ছ্বাসময় উৎসবে, যেখানে মিলিত হন নবীন ও প্রবীণ শিক্ষার্থী, সাবেকরা এবং অনুপ্রেরণাদায়ী অতিথিরা।
গত মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলন ২০২৫’। এই আয়োজনে সংবর্ধিত হন ২০২৩–২৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রায় ৬০ জন নবীন শিক্ষার্থী। পুরো মিলনায়তনজুড়ে ছিল প্রাণের ছোঁয়া, ভালোবাসা, সম্মান আর ভবিষ্যতের স্বপ্ন।
সংগঠনের সভাপতি প্রফেসর ড. শাহিনুল ইসলামের পক্ষ থেকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব আবু সাঈদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজাজ হোসেন ও মোহাম্মদ শরিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. তহিরুল ইসলাম ত্বোহা, ওয়াহিদ জামান, নাইমুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওমর হোসেন ও শাহীন বাশার, খুলনা বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম ও সজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শরিফুল ইসলামসহ বহু প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় পরিচিতির পর্ব, যেখানে একে একে উঠে আসেন নবীনরা, জানান নিজের স্বপ্ন ও সংগ্রামের গল্প। আর তাদের উদ্দেশে সাবেকরা তুলে ধরেন ভবিষ্যতের পথচলার দিকনির্দেশনা, অভিজ্ঞতা আর উদ্বুদ্ধকর বার্তা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সেই মুহূর্তগুলো ছিল আবেগে ভরা—চোখে ছিল আনন্দ, গর্ব ও আত্মবিশ্বাসের ঝিলিক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী তমা চৌধুরী বলেন, এমন সম্মান আমাদের জন্য সত্যিই গর্বের। পাইকগাছা থেকে এতদূর পৌঁছানো আমাদের একা কারও কাজ নয়—এটি আমাদের সমাজ, আমাদের পরিবারের ও এই সংগঠনের ভালোবাসার ফল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাবিদ হোসেন বলেন, এমন আয়োজন আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে আমরা চাই আমাদের পথ ধরেই আরও অনেক শিক্ষার্থী এগিয়ে আসুক।
অনুষ্ঠানের সভাপতি জনাব আবু সাঈদ বলেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্ম আরও অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন শিক্ষার্থীদের হাত ধরেই এই পাইকগাছা উপজেলা একটা রোলমডেল হয়ে উঠবে।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট’স কাউন্সিল অফ পাইকগাছা শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনটি ধীরে ধীরে পাইকগাছার তরুণদের জন্য একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।