হত্যা মামলায় ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৪ PM

৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেদ খান পাঠানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় খালেদ খান এজাহারনামীয় আসামি। গতকাল তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। পথিমধ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে গতকাল রাতে তাকে ফেনী মডেল থানায় আনা হয়।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি এজাহারনামীয় আসামি। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।