গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে ইবি ছাত্রদল
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
গুচ্ছ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, ফুল ও উপহার প্রদান, ইমারজেন্সি ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন এবং ছাত্রদল কর্মী উল্লাস, মুক্তাদির, রোকন, রনি, সাক্ষর, তৌহিদ, আলামিন, জনি, সজীব, পুলক, অঙ্কন, তৌফিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন, ভর্তিপরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের শহীদ ওয়াসিম সহায়তা কেন্দ্র ও শহীদ মুগ্ধ পানি কর্নার স্থাপন করা হয়। সেখানে শিক্ষার্থীদের জন্য কলম, রজনিগন্ধা ফুল, স্যালাইন, বিভিন্ন অতিপ্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা করা হয়। বুথের ভেতরে দেখা যায় অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের মাঝে নাস্তা এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করতেও দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
এছাড়াও এদিন সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলা গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে লিফলেট, হ্যান্ডবিল, পানি বিতরণ করে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। অধিকাংশ শিক্ষার্থী লিফলেট নিলেও চোখ বুলিয়েই রাস্তায় ফেলে দেন। এতে মেইন গেট ও এর আশপাশে লিফলেটের স্তূপ জমে যায়। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা খুটে খুটে সেসব কাগজ, লিফলেট ও পানির বোতল কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দেন।
ব্যাপারে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই এই পরিচ্ছন্নতা কর্মসূচি করেছি। এখানে খাবারের প্যাকেট, টিস্যু, পানির বোতল, কাগজ বিভিন্ন উচ্ছিষ্ট পড়ে ছিল যা পরিবেশের জন্য ভালো নয়। তাই আমার সহযোদ্ধাদের নিয়ে সেগুলো পরিষ্কার করেছি৷ ভবিষ্যতেও ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে বুথ দিয়েছি। এখানে তাদের জন্য ফুল, কলম, স্যালাইন, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। দূরদূরান্ত থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে ছাত্রদল সাধ্যমতো সবসময় তাদের পাশে আছে।
ক্রিয়াশীল ছাত্র সংগঠন এগুলোর বুথ পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, প্রতিটি সংগঠনের আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে তবে সব কিছু ঊর্ধ্বে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ। ছাত্র সংগঠন গুলো যে ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের জয় করতে পারে তা ফুটিয়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলো যেভাবে শিক্ষার্থীর অভিভাবকদের সহায়তা এগিয়ে এসেছে তা দেখে আমি সত্যিই অভিভূত। এ ধরনের কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরো বাড়িয়ে দেবে বলে আমার বিশ্বাস।