গাইবান্ধার পাঁচ আসনেই পুরুষের চেয়ে বেশি নারী ভোটার

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © সংগৃহীত

গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকায় এবার স্পষ্টভাবে সামনে এসেছে নারী ভোটারদের আধিপত্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি, যা জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। তালিকায় জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। সর্বমোট পুরুষ ভোটার ১০ লাখ ৮২ হাজার ৪১৬ জনের বিপরীতে নারী ভোটার রয়েছে ১১ লাখ ৭ হাজার ৯৪৮ জন। ফলে, পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৫৩২ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন।

আসনভিত্তিক বিশ্লেষণে নারী ভোটারের এই আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিটি আসনেই নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারকে ছাড়িয়ে গেছে।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন। নারী ভোটার বেশি ৩ হাজার ৯৬০ জন। হিজড়া ভোটার আছেন ৩ জন।

গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৬০ জন। পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪১২ জন। নারী ভোটারের সংখ্যা এখানে ৭ হাজার ৩৭৫ জন বেশি। হিজড়া ভোটার ১১ জন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন। নারী ভোটারের সংখ্যা বেশি ৮ হাজার ৩৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন। নারী ভোটার এগিয়ে ৫ হাজার ১১৮ জন। হিজড়া ভোটার ১০ জন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৫ জন ও নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮২ জন। এই আসনে নারী-পুরুষ ভোটারের ব্যবধান সর্বনিম্ন; নারী ভোটার মাত্র ৭০৭ জন বেশি। হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এ ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

অন্যদিকে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গাইবান্ধায় নির্বাচনী প্রচারণায় এখন নারী ভোটারদের মনোযোগ আকর্ষণই প্রার্থী ও দলগুলোর অন্যতম কৌশল হয়ে উঠছে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগসহ নারী-বান্ধব ইস্যুগুলো প্রতিশ্রুতির কেন্দ্রে অবস্থান করছে। গাইবান্ধার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই নারী ভোটার শক্তিই হতে পারে মুখ্য নিয়ামক।

জামায়াতসহ ১১ দলের জরুরি বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন আরও সাত প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সংবাদ সম্মেলনে ডাক ক্রিকেটারদের
  • ১৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9