নাসিরের শাস্তির বিষয়ে যা জানালো বিসিবি

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
নাসির হোসেন

নাসির হোসেন © ফাইল ছবি

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিনি দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গ করেছেন বলে আইসিসির অভিযোগে উল্লেখ করা হয়েছে। নাসির হোসেন ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে খেলতে গিয়েছিলেন। সেখানে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিসি)।  

নাসির হোসেনসহ তিন ক্রিকেটার এবং পাঁচজন অফিসিয়ালের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের অভিযোগ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগ। এর মধ্যে নাসিরই ভেঙ্গেছেন তিনটি ধারা। ২০২১ সালে আরব আমিরাত টি-১০ লিগে খেলার সময় এই ধারা ভেঙেছেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির দুর্নীতি দমন বিভাগের ধারা ২.৪.৩ অনুযায়ী, কোনো ক্রিকেটার ৭৫০ ডলার মূল্যের বেশি উপহারসামগ্রী নিলে তা আইসিসি বা টুর্নামেন্টের দুর্নীতি দমন কর্মকর্তাদের জানাতে হয়। নাসির যা করেননি। আমিরাত বোর্ডের দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতাও করেননি। উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করায় ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের প্রথম দুই ম্যচে থাকছে না হাথুরুসিংহ

নাসিরকে আইসিসির আনীত অভিযোগ মেনে নিয়ে বা মিথ্যা দাবি করে জবাব দিতে হবে। তবে জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার জবাব যা-ই দিক তদন্তে অসহযোগিতা করায় তার শাস্তি অবধারিত বলে জানিয়েছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের এক কর্মকর্তা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে নাসিরের বিরুদ্ধে একটি চার্জ আনা হয়েছে। এখন নাসির এর জবাব দেবে। অভিযোগ মেনে নেবে বা মিথ্যা দাবি করবে। সে অনুযায়ী আইসিসির দুর্নীতি দমন বিভাগ বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিসিবির দুর্নীতি দমন বিভাগ জানিয়েছে, নাসিরের বিরুদ্ধে তিনটি অভিযোগ। সে জিজ্ঞাসাবাদ বা তদন্তে সহযোগিতা না করার জন্যও শাস্তি পাবেন। এখন নাসির অপরাধ স্বীকার করুক বা নাই করুক, তাকে শাস্তি পেতেই হবে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬