ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ
এমিলিয়ানো মার্টিনেজ  © ফাইল ছবি

ঢাকা এসে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে ভোরে তাকে বহন করা প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছায় মার্টিনেজসহ তার সফরসঙ্গীরা। কয়েক ঘন্টার বিশ্রাম শেষে বাণিজ্যিক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের অফিস পরিদর্শন করবেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক।

যদিও এ অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই। নিজেরাই প্রশ্নোত্তর অনুষ্ঠান করে মিডিয়ায় সরবরাহ করবেন আয়োজকরা।

সেখানে ঘণ্টাখানেক অবস্থান করে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যাবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিকেল সাড়ে চারটার পর কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মার্টিনেজের। 


সর্বশেষ সংবাদ