এক ফ্রেমে ব্রাজিলিয়ান চার কিংবদন্তির ছবি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৫:১১ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২২, ০৫:১১ PM
কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে খেলতে নেমে দারুণ ছন্দে ব্রাজিল। গ্রুপ পর্বে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সুইসদেরও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করেছে সাম্বার দেশ। গ্যালারিতে দেখা মিলছে একেকজন ব্রাজিল কিংবদন্তির। মাঠে বসে নিজেদের দেশের এমন জয় দেখেছেন রোনালদো, কাফু, রবার্তো কার্লোস ও কাকা। ব্রাজিল ফুটবলের সোনায় মোড়ানো ছবিগুলোই যেন ফুটে ওঠে সেই ছবিতে।
সোমবার (২৮ নভেম্বর) রাতের এ ম্যাচে ইনজুরির কারণে নেইমার না থাকার প্রভাব মাঠে স্পষ্ট থাকলেও বাকিরা তা পুষিয়ে নেয়ায় উচ্ছ্বসিত সেলেসাওভক্তরা। বছরজুড়ে ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ততা থাকে ফুটবলারদের। খুব কম সময়ই একসঙ্গে নিজেদের পান তাঁরা। যাঁরা খেলাটাকে বিদায় বলেছেন। তাঁরাও যেন নিজেদের খুঁজে পান এই বিশ্বকাপেই। গতকাল যেমনটা দেখা গেছে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ছবিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা ব্রাজিল থেকে এসেছে।’
ফুটবল ইতিহাসের সেরা নম্বর নাইন হিসেবে আখ্যা দেয়া হয় রোনালদোকে। ব্রাজিলের পক্ষে ৯৭টি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে ৬২ গোল করেন ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী দলের এ সদস্য।
লা লিগার বড় দুই দল রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, সিরি’আর দুই সেরা ক্লাব ইন্টার মিলান ও এসি মিলানে খেলা রোনালদোকে ইতিহাসের সেরা স্ট্রাইকার বলে আখ্যায়িত করা হয়। পরবর্তী প্রজন্মের সেরা স্ট্রাইকারদের অনেকেরই আইডল তিনি। ফুটবল ক্যারিয়ারে রোনালদো তিনবার ফিফা বর্ষসেরার পুরস্কার ও দুবার ব্যালন ডি’অর জেতেন।
আরও পড়ুন: বিশ্বকাপে যে রেকর্ড গড়ল ব্রাজিল
দুবার ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় দলের সদস্য মার্কোস ইভাঞ্জেলিস্তা দি মোয়ারেস তথা কাফু। পেলে ২০০৪ সালে তাকে সেরা ১২৫ জন জীবিত ফুটবল খেলোয়াড়ের একজন হিসেবে বেছে নেন।
রোবার্তো কার্লোসও ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। এ ছাড়া রিকার্ডো আইজ্যাকসন দশ স্যান্তোস ফুটবলবিশ্বে কাকা নামেই পরিচিত। ব্রাজিলের একসময়ের মধ্যমাঠ কাঁপানো খেলোয়াড় ছিলেন তিনি। ২০০৭ সালে সবশেষ ব্রাজিলিয়ান হিসেবে কাকা ব্যালন ডি’অর জয় করেন।
উল্লেখ্য, বিশ্বকাপে সুইজারল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়েছে ব্রাজিল। এমন দিনে বিশ্বকাপের গ্রুপপর্বে রেকর্ড ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ডও গড়েছে লাতিন আমেরিকার দলটি। ব্রাজিল ছাড়া আর কারো টানা এত ম্যাচ অপরাজিত থাকার নজির নেই। নিজেদের দেশের এমন দারুণ জয় মাঠে বসে উপভোগ করলেন কিংবদন্তিরা।