আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় ঝুঁকিপূর্ণ: মাশরাফি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৮:৩৮ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০৮:৪৯ PM
কাতার বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা, তবে তা সৌদি আরবের কাছে ২-১ গোলের অবিশ্বাস্য হারে। সমর্থকদের খুব স্বাভাবিকভাবেই এই পরাজয়ে হৃদয় ভেঙে গেছে। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ও একই অবস্থা। আর্জেন্টিনার এই সমর্থক ম্যাচ শেষে ফেসবুকে লিখেছেন, চাপের মুখে আর্জেন্টিনা কখনই ভালো দল নয়।
মাশরাফি লিখেছেন, 'আর্জেন্টিনা সাপোর্ট করা সবসময় রিস্ক, কিন্তু কিছুই করার নাই। এই দলটাকেই সাপোর্ট করে যেতে হবে। আবার হয়তো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হবে। এটা নতুন কিছু না, তবে ওদের ডিফেন্স আবার ও একবার এক্সপোজ হলো। খেলায় অঘটন ঘটে এটা সত্য। তবে সৌদির সাথে ড্র এর থেকে খারাপ আশা করা যায় না। আর আর্জেন্টিনা কখনো অন্যদের মতো কামব্যাক করতে পারে না- সেটা আরও একবার প্রমাণিত। '
তিনি আরও লিখেছেন, '৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারেনা যেখানে অন্য দল এই অবস্থায় থাকলে ম্যাচ জিততো বা ড্র করতো। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। আর ঠিক এ কারনেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করি ও না। ব্রেনের ভিতর ঢুকে গেছে দলটা,তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভ কামনা পরের ম্যাচের জন্য।