আর্জেন্টিনার হারে স্ট্রোক করে সমর্থকের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৭:৪১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের। প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি কুমিল্লার কাকন। এতেই স্ট্রোক করেন কাকন।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. কাকন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের বাড়িতে খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান বলে তার বড় ভাই মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৬ বছর।
বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, মৃত্যুর বিষয় এখনও তিনি জানেন না। তবে এরকম খবর শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।