করোনা পজিটিভ হলেও খেলা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ

টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ ট্রফি
টি-টুয়েন্টি ওয়ার্ল্ডকাপ ট্রফি  © সংগৃহীত

২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি তখন স্থগিত করা হয়। করোনা নিয়ে অস্ট্রেলিয়ার নিয়মের কড়াকড়ি সবারই জানা। তবে দুই বছর পর সেই সেই কড়াকড়ি আর নেই। আইসিসি জানিয়েছে, করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হলেও খেলা যাবে ম্যাচে।

রোববার (১৬ অক্টোবর) আইসিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস

প্রতিবেদনে বলা হয়, আইসিসির জানিয়েছে, ডাক্তারের বিবেচনায় যদি কোনো খেলোয়াড় ম্যাচ খেলার মতো ফিট থাকেন, তাহলে করোনা পজিটিভ হয়েও ম্যাচে খেলতে পারবেন। তবে দলের কেউ করোনা পজিটিভ প্রমাণিত হলে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। আক্রান্ত খেলোয়াড় করোনা নেগেটিভ হলে আবার দলে ফেরার রাস্তাটাও খোলা রাখা হয়েছে এক্ষেত্রে। 

আরও পড়ুন: চবির ঝরনা দেখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু।

এছাড়া আরও বলা হয়, টুর্নামেন্ট চলাকালে কোনো বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে না, করোনা পজিটিভ হলেও কোনো খেলোয়াড়কে আইসোলেশনে যেতে হবে না। বিষয়টা বিবেচনা পুরোপুরি দলের ডাক্তারের হাতে ছেড়ে দিয়েছে আইসিসি।

করোনা পজিটিভ হয়ে ম্যাচে খেলার সুযোগ অবশ্য এবারই প্রথম দেওয়া হচ্ছে না। এর আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এমন সুযোগ দেওয়া হয়েছিল। সে সুযোগটা কাজেও লাগানো হয়েছিল।


সর্বশেষ সংবাদ