মাধ্যমিকের বইয়ে যুক্ত হচ্ছে যৌন শিক্ষার পাঠ

২৯ ডিসেম্বর ২০২১, ০১:৩২ PM
মাধ্যমিকে যৌন শিক্ষা

মাধ্যমিকে যৌন শিক্ষা © সংগৃহীত

মাধ্যমিকের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে যৌন ও প্রজননস্বাস্থ্যের পাঠ। এ জন্য শ্রেণীকক্ষে ‘শাহানা কার্টুন’ ব্যবহারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শাহানা কার্টুনে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতার বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। মাউশি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। 

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, যৌন ও প্রজনন–স্বাস্থ্য বিষয়ে কিছু ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এখনো যৌন রোগ বিষয়ে চিকিৎসককে বলতে গ্রাম গঞ্জের নারীরা লজ্জা পায়। তাদের এ লজ্জা বা অচলায়তন ভাঙ্গতে হবে, আরো সচেতন হতে হবে। কেননা প্রাথমিক পর্যায়ে যে কোন রোগ সনাক্ত করে চিকিৎসা নিলে সুস্থ হওয়া যায়। তারা বলেন, আমাদের সমাজে বাল্য বিবাহ প্রদানের মতো ন্যাক্কারজনক কাজে অনেকের আগ্রহ রয়েছে। কিন্তু নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে কার কতটুকু ধারণা রয়েছে সে বিষয়ে তেমন সচেতনতা নেই। ফলে বিয়ের পর ওইসব দম্পতি নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এতে উচ্চহারে মাতৃ ও শিশুমৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও ঘটছে।

আরও পড়ুন-টিকা পেয়েছেন মাত্র ১২ লাখ শিক্ষার্থী

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএফপিএ নির্মিত শাহানা কার্টুনের বিষয়বস্তু হলো বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা। সংযুক্ত পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী শাহানা কার্টুন ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির জাতীয় কারিকুলামের সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে দেশের সব মাধ্যমিক স্কুলে ব্যবহার করা হবে। ইতিমধ্যে শাহানা কার্টুনের সিডি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য সব জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ২২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে কাল

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং লিঙ্গসমতা–বিষয়ক তথ্য কার্যকরভাবে জানানোর জন্য শাহানা কার্টুনের ছয়টি পর্ব পাঠপরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সব মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির সংশ্লিষ্ট অধ্যায়ের সঙ্গে ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬