দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

একই দিনে শুরু হতে পারে এসএসসি পরীক্ষাও

২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩ PM
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। তবে এসএসসির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি

দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। তবে এসএসসির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি © ফাইল ফটো

আগের বছরগুলোতে এসএসসি, দাখিল এবং কারিগরি পর্যায়ের মাধ্যমিকের পরীক্ষা শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি। তবে সময়সূচি এখনো প্রকাশিত না হলেও এবারও একই দিনে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হওয়ার কথা। সেভাবেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। আসলে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়।

পড়ুন: দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, শেষ ২১ নভেম্বর

এর আগে, এদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষাবোর্ড। আগামী ১৪ নভেম্বর শুরু হবে দাখিল পরীক্ষা। ২১ নভেম্বর শেষ হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। যেহেতু আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে তাই আমরা প্রথমে রুটিন আপলোড করেছি।

এসএসসি পরীক্ষার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির প্রধান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমি শুনেছি মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন আপলোড করেছে। কিন্তু আমরা এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন সংক্রান্ত কোনো নির্দেশনা পাইনি।

তবে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬