কারাগার থেকে এসএসসি দিচ্ছে যশোর বোর্ডের ৫ পরীক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৪ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৪ PM
চলমান এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন কারাগারে থেকেই পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ শিক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে তাদের এসএসসি পরীক্ষা শুরু হয়। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ বছর যশোর শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৮ হাজার ১০২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৩৬২ জন, অনিয়মিত ৭৮২ জন এবং মান উন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ৮১ জন। এ ছাড়া এ বছর ১০৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিচ্ছে ২২ জন ও কারাগারে থেকে পরীক্ষা দিচ্ছে পাঁচ শিক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, যশোর পুলেরহাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি হিসেবে রয়েছে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরমান তালুকদার। সে ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তার রোল নম্বর ৪১৫৬৫৯। তার পরীক্ষার মূল কেন্দ্র ছিল কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়। কারাগারে থাকায় যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণ করে।
আরও পড়ুন: প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী
নড়াইল জেলা কারাগারে পরীক্ষা দেয় আল মামুন মোল্লা নামে এক শিক্ষার্থী। সে যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার রোল নম্বর ২২২১৭৫। নড়াইল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণ করে।
কুষ্টিয়ার বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন কুষ্টিয়া জেলা কারাগারে থেকে পরীক্ষা দিয়েছে। এই শিক্ষার্থীর রোল নম্বর ১২৪১৭২। কুষ্টিয়া জিলা স্কুল কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা নেয়।
খুলনা কেন্দ্রীয় কারাগারে পরীক্ষা দেয় রায়হান শেখ নামে এক শিক্ষার্থী। সে খুলনার ফুলতলা উপজেলার রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তার রোল নম্বর ২৬১৭৩৭। খুলনা জিলা স্কুল কর্তৃপক্ষ কারা অভ্যন্তরে তার পরীক্ষা গ্রহণ করে।
এ ছাড়া ঝিনাইদহের খালিশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হোসেন ঝিনাইদহ জেলা কারাগারে পরীক্ষা দিয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর রোল নম্বর ৪০৭১৪৬। ঝিনাইদহ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ তার পরীক্ষার গ্রহণ করে।