প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার

০২ মে ২০২৪, ১২:২২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৫ মে) থেকে খুলে দেয়া হচ্ছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ থাকার কথা রয়েছে এসব বিদ্যালয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে।

তাপপ্রবাহ চলাকালে যেসব শর্তে বিদ্যালয়গুলো খোলা রাখার কথা, সে শর্ত বহাল থাকছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনায় বলা হয়েছিলে, চলমান দাবদাহের কারণে কোমলমতিদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

আরো পড়ুন: ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনে জটিলতা, যা বলছে এনটিআরসিএ

দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় উপজেলাভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন দেবেন।

প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দাবদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব-পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

 
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু হতে পারে শনিবার
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬