রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটি অফ ব্রাভভতে সম্পূর্ণ অর্থায়নে ২০২১ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ বাদে যেকোন দেশের নাগরিকগণ ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সুযোগ সুবিধাসমূহ
আবেদনের যোগ্যতা
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ নন-ইইউ ভুক্ত সকল দেশ।
আবেদন করতে যা যা লাগবে
আবেদন পদ্ধতি
অবশ্যই ইংরেজিতে এবং পিডিএফ ফরম্যাটে সমস্ত নথি জমা দিতে হবে এবং অসম্পূর্ণ ফাইল গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২১।
আবেদন লিঙ্ক : https://tas.unitbv.ro/?page_id=4
আবেদনের বিস্তারিত : https://tas.unitbv.ro