গবেষণায় ফেলোশিপ দিচ্ছে টিডব্লিওএএস

গবেষণায় ফেলোশিপ দিচ্ছে টিডব্লিওএএস
গবেষণায় ফেলোশিপ দিচ্ছে টিডব্লিওএএস  © সংগৃহীত

উন্নয়নশীল দেশের তরুণ  বিজ্ঞানী ও গবেষকদের  পোস্টডক্টরাল ফেলোশিপ দিচ্ছে ইউনেসকো দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিওএএস) ও ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট। বাংলাদেশ, ভারত ও উন্নয়নশীল দেশের তরুণ বিজ্ঞানী ও গবেষক যারা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণায় আগ্রহীরা তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। 

সুযোগ সুবিধাঃ- 
* ছয় মাস থেকে সর্বোচ্চ এক বছর গবেষণার সুযোগ প্রদান করবে।  
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* মাসিক বৃত্তি প্রদান করবে। 
* স্বাস্থ্যবিমা। 

যে সকল বিষয়ে গবেষণার সুযোগ রয়েছেঃ- 
* স্ট্রাকচারাল, সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি।
* বায়োলজিক্যাল সিস্টেম অ্যান্ড অর্গানিজম।
* ম্যাথমেটিক্যাল সায়েন্সেস।
* ফিজিক্স।
* মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস ও নিউরোসায়েন্সেস।
* কেমিক্যাল সায়েন্সেস।
* অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস। 
* ইঞ্জিনিয়ারিং সায়েন্স।
* অ্যাস্ট্রোনমি, স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সেস।

যোগ্যতাসমূহঃ- 
* উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে।
* বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫।
* ভারত বা উন্নত দেশের অস্থায়ী বা স্থায়ী ভিসাধারীরা আবেদনের যোগ্য হবেন না।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র থাকতে হবে।
* ফেলোশিপের পর দেশে ফেরার প্রতিশ্রুতি দিতে হবে।
* ফেলোশিপ চলাকালে অন্য অ্যাসাইনমেন্টে যুক্ত হওয়া যাবে না। 

আরও পড়ুন: জেনে নিন যুক্তরাষ্ট্রের সেরা ১০ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 

আবেদন প্রক্রিয়াঃ- 
প্রাথমিকভাবে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে তা নিম্নলিখিত ই–মেইলে তা পাঠাতে হবে। ই–মেইলঃ- anuradha@csir.res.in 

আবেদন করতে ক্লিক করুন  https://onlineforms.twas.org/apply/224 
বিস্তারিত জানতে ক্লিক করুন https://twas.org/opportunity/twas-csir-postdoctoral-fellowship-programme


সর্বশেষ সংবাদ