কমনওয়েলথ স্কলারশিপ-২০২৩ এর আবেদন চলছে, শেষ ১২ অক্টোবর

কমনওয়েলথ স্কলারশিপ
কমনওয়েলথ স্কলারশিপ  © ফাইল ছবি

যুক্তরাজ্যে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করতে ইচ্ছুক বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে 'কমনওয়েলথ স্কলারশিপস ইন দ্য ইউনাইটেড কিংডম ২০২৩’-এর জন্য দরখাস্তের আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আবেদন পত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১২ অক্টোবর পর্যন্ত।  

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এই স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৩ সাল থেকে আর এই প্রোগ্রামের অর্থায়ন করে থাকে ‘Department of International Development’। প্রায় ৩৫ হাজার জন এ পর্যন্ত কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পেয়েছেন। প্রতি বছর প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। কমনওলেথের আওতাধীন হওয়া বাংলাদেশী শিক্ষার্থীরা এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবে। 

সুযোগ-সুবিধা: 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান
• রাউন্ড বিমানের টিকিট
• বসবাসের জন্য মাসিক ভাতা। মাসিক ভাতার বাইরেও এককালীন টাকা দেওয়া হয়। 

এগুলো ছাড়াও কমনওয়েলথ কমিশন কর্তৃক আয়োজিত যেকোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলন যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। 

আবেদনের যোগ্যতা:
• কমনওলেথভুক্ত দেশের নাগরিক হতে হবে। 
• নেতৃত্বেদানের ক্ষমতা থাকতে হবে। 
• আর্থিক প্রয়োজনীয়তার কারণ দেখাতে হবে৷ 
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
• একটি গবেষণা পরিকল্পনা থাকতে হবে। 
• দ্বিতীয় মাস্টার্স করতে চাইলে, কেন দ্বিতীয় মাস্টার্স করতে চাচ্ছেন তার কারণ দর্শাতে হবে।
• আবেদনকারীর কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এক্ষেত্রে সিজিপিএ যত বেশি হবে, বৃত্তি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। 
• যুক্তরাজ্যে কেউ শিক্ষারত অবস্থায় এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না। 

আরও পড়ুনঃ স্কলারশিপ নিয়ে পড়ুন কাতার ইউনিভার্সিটিতে

প্রয়োজনীয় নথিপত্র:
• পাসপোর্টের কপি। 
• এক কপি পাসপোর্টে সাইজের ছবি৷ 
• একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপি। 
• রেফারেন্স লেটার। 
• জীবনবৃত্তান্ত। 
• প্রকাশনার বর্ণনা। ( যদি থাকে) 
• আইইএলটিএস স্কোরের সনদ। (যদি থাকে) 

আবেদনের প্রক্রিয়া: 
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে http://www.ugc.gov.bd/ স্কলারশিপসংক্রান্ত বিস্তারিত  সব তথ্য জানতে পারবেন।  আবেদন করতে প্রথমে ইউজিসির ওয়েবসাইট থেকে আবেদনের নির্দিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় হার্ডকপি জমা দিতে হবে৷  

হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা:
সচিব, উচ্চশিক্ষা কমিশন, আগারগাঁও প্রশাসনিক ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

 


সর্বশেষ সংবাদ