গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু কবে

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শেষ হয়েছে। পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্টরা ফল পুনর্নিরীক্ষার সুযোগ পাবেন। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। আবেদন ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিনদিন অথবা সাতদিন ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। এ বিষয়ে খুব দ্রুতই নোটিশ জারি করা হবে।

ওই সূত্র আরও জানায়, ফল পুনর্নিরীক্ষার আবেদনকৃতদের ওএমআর শিট হাতে দেখা হবে। সফটওয়্যারের মাধ্যমে ফল দেখা হয়েছে। সেখানে কোনো ভুল নেই। তাই খাতা হাতে হাতে দেখা হবে। এটি কিছুটা সময় সাপেক্ষ হলেও এই পদ্ধতি অনুসরণ করা হবে।

আরও পড়ুন: চবির দুই ইউনিটের ফলে বড় অসঙ্গতি, আলোচনায় বসছে কমিটি

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে। কতদিন সুযোগ দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের পরীক্ষা হয় ২৯ কেন্দ্রে। আর সবশেষ ২০ সি ইউনিটের পরীক্ষা হয় ২৫ কেন্দ্রে। সবগুলো পরীক্ষাই বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence