ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৩১ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২২, ০৮:৫৮ AM
এক কলেজের ৩১ শিক্ষার্থী একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ক’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) সকালে কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার ঢাবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৩১ শিক্ষার্থী একসঙ্গে ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২৬ জন ছেলে ও ৫ জন মেয়ে রয়েছে।
জানা গেছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া এবার ১৬ জন বুয়েটে ও ৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। কলেজের শিক্ষার্থীরা বরাবরই বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন। শিক্ষার্থীদের এই অর্জনে আমরা গর্বিত।
তিনি আরও বলেন, করোনাকালে আমরা মুখোমুখি ক্লাস নিতে পারিনি। তবে আমাদের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালু ছিল। নিয়মিত তদারকি ছিল।
ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া নুর আলম বলেন, ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছি। এটা আমার জন্য আনন্দের, তবে বুয়েটে পড়ার অনেক ইচ্ছা ছিল। সেখানে মেধাতালিকায় পেছনে, এখন ঢাবির কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে চাই।