ঢাবির ‘ক’ ইউনিটেও চান্স পেলেন আবরার ফাইয়াজ

আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ
আবরার ফাহাদ ও আবরার ফাইয়াজ   © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলে নির্মমভাবে হত্যা শিকার হওয়া আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষায়ও চান্স পেয়েছেন। সোমবার প্রকাশিত রেজাল্টে আবরার ফাইয়াজ ৪৪তম হয়েছেন। আজ তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাবি ভর্তি পরীক্ষায় তার মোট স্কোর ১০৬.২৫।

এর আগে তিনি বুয়েট ভর্তি পরীক্ষায় ৪৫০ তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছেন। ঢাবিতে ভর্তি হবেন কিনা সেই বিষয়ে তিনি বলেন, মাত্র ফল প্রকাশিত হয়েছে। পরিবারের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আমার ইচ্ছা বুয়েটে ভর্তি হওয়ার। 

এদিকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আসীর আনজুম খান। তিনি রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
 
এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ১০ দশমিক ২৯ শতাংশ। পাস করেছেন ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী।
 

 


সর্বশেষ সংবাদ