চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল না মিমের

সুমাইয়া মোসলেম মিম
সুমাইয়া মোসলেম মিম  © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মিম। তবে ছোটবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেননি তিনি। এমনকি এইচএসসির পর ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতির কোচিং সেন্টারে।

মঙ্গলবার (৫ এপ্রিল) মেডিকেল ভর্তি পরীক্ষাএ ফল প্রকাশিত হয়। এতে ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন মিম।

জানা গেছে, মো. মোসলেম উদ্দীন সরদার ও খাদিজা খাতুন দম্পতির সন্তান মিম। মিমের বাবা ডুমুরিয়া কলজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। আর মা একজন সরকারি চাকরিজীবী।

মিম এসএসসি পাস করেছেন ডুমুরিয়া গার্লস স্কুল থেকে ২০১৯ সালে। এসএসসিতে যশোর বোর্ডের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। আর সরকারি এম এম সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পাস করেন। এইচএসসিতে বোর্ডের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিলেন।

নিজের সফলতার পেছনের গল্প বলতে গিয়ে মিম জানান, এমন সফলতা পাবেন সেটি কখনো কল্পনাও করেননি তিনি। তার বাবা-মার সাপোর্ট এবং কোচিং সেন্টারের বড় ভাইদের সহযোগিতার কারণে তার এই অর্জন। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ।

মিমের বাবা মোসলেম উদ্দীন সরদার জানান, আমার মেয়ের এমন সাফল্যে বাবা হিসেবে আমি গর্বিত। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন ভবিষ্যতে দেশের সেবা করতে পারে।


সর্বশেষ সংবাদ