দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.)
- ধর্ম ডেস্ক
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন দিনের শুরুতে বিশেষ করে ফজরের নামাজের সালাম ফেরানোর পর একটি দোয়া পাঠ করতেন, যা তাঁর একটি নিয়মিত আমল ছিল। এই দোয়াটি খুবই অর্থবহ এবং মুমিনদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে এমন তিনটি চাওয়া রয়েছে, যা একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি উপকারী জ্ঞান, হালাল ও পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল।
হাদিসে এসেছে, হজরত উম্মু সালামাহ (রাঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) নামাজ শেষে বলতেন: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআঁ, ওয়া রিযকান তই্যিবান, ওয়া আমালান মুতাকাব্বালান)।
এই দোয়ার অর্থ হলো: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)
এই দোয়া আমাদের জন্য কেবল একটি সকালবেলার আমল নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। রাসুলুল্লাহ (সা.) নিজে যেমন আমল করতেন, তেমনি উম্মতকেও তা করতে উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফেরানোর পরপর হাদিসে নির্দেশনা অনুযায়ী এ আমল ও দোয়াটি যথাযথ করার তাওফিক দান করুন। সবার জন্য হালাল রিজিক, উপকারি জ্ঞান এবং নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।