ফেনীর মিজান ময়দানে হবে সর্ববৃহৎ ঈদ জামাত 

০৬ জুন ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
মিজান ময়দান ঈদগাহ মাঠ প্রস্ততে কাজ চলছে

মিজান ময়দান ঈদগাহ মাঠ প্রস্ততে কাজ চলছে © টিডিসি

ফেনীতে ঈদের প্রধান ও সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক মিজান ময়দানে। ঈদ জামাতের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ফেনী পৌরসভা। আগামীকাল সকাল সাড়ে ৭টায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. নাজমুস সাকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

জানা গেছে, ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন। ইতোমধ্যে ফেনী পৌরসভার উদ্যোগে তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে এবং নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে ৬জন ট্র্যাফিক সার্জেন্ট, ৬ জন পুলিশের অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) এবং ২০ জন ট্র্যাফিক পুলিশ কনস্টেবল দায়িত্ব পালন করবেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ফেনীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় জামাত হবে ফেনী বড় মসজিদ, জহিরিয়া মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, সার্কিট হাউজ মসজিদ, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদ এবং জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। শান্তি কোম্পানি মসজিদে জামাত হবে সকাল ৭টা ১৫ মিনিটে। সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে দক্ষিণ চাড়িপুর ঈদগাহ, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ, জিএ একাডেমি ঈদগাহ, ফেনী রেল স্টেশন মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, লমী হাজারী জামে মসজিদ এবং হাজারী পাড়া জামে মসজিদে এবং সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে উত্তর চাড়িপুর মুক্তারবাড়ি জামে মসজিদ, বদরুন্নেছা জামে মসজিদ, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং জেলা কারাগারে।

আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ, জনসমাগমে মাস্ক পরার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: নাজমুস সাকিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌরসভা কর্তৃক মিজান ময়দানে জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রধান জামাতের সাথে সংগতি রেখে সংশ্লিষ্ট অন্যান্য মসজিদে যথাসময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মুসল্লিরা সুন্দর পরিবেশে নির্বিঘ্নে যেন নামাজ আদায় করতে পারেন সেজন্য তাঁবু স্থাপন করা হয়েছে। ঈদ জামাতের জন্য আমাদের প্রস্তুতি প্রায় শেষ।

সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
‘সওয়াবের আশায়’ মাত্র ১০ হাজার টাকায় চার রুম ভাড়া দেন বাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
সবচেয়ে বেশি মৃত্যু বিএনপির, কম জামায়াতের—আ. লীগের কত
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!