কোন বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষক বিদেশে?

লোগো
লোগো  © ফাইল ছবি

দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৬৮২ জন শিক্ষক দেশের বাইরে রয়েছেন। এর মধ্যে ছুটি শেষ হলেও দেশে ফেরেননি ২৭১ জন। দীর্ঘদিন দেশে না ফেরায় এর মধ্যে ১২০ জন চাকরিচ্যুত হয়েছেন।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। ঢাবির ৩৫৬ জন শিক্ষক বিদেশে অবস্থান করছেন। দ্বিতীয় অবস্থানে থাকা বুয়েটের ১৪১ জন শিক্ষক বাইরে অবস্থান করছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ১০৩ জন শিক্ষক দেশের বােইরে অবস্থান করছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষক দেশের বাইরে অবস্থান করছেন। 

আরও পড়ুন: কোনো বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পাননি গুচ্ছে প্রথম হওয়া ইশিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯৯ জন, বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৭ জন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৪, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৭৪, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২৫, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪১, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৯, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৪, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক বিদেশে অবস্থান করছেন।

এছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তির ৭৩, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৮, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ৩৩, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৩, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির ৩৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তির ৫৪ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আটজন শিক্ষক বিদেশে অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ