ফুটবল খেলতে গিয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত

২৩ জুলাই ২০২২, ০১:০০ AM
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নেত্রকোণায় ফুটবল খেলা নিয়ে বহিরাগতদের হামলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কান্দুলিয়ার কাছে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসের বালুর চরে এ ঘটনা ঘটে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এনামূল হক আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

আরাফাত জানান, শুক্রবার বিকেলে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী নির্মাণাধীন ক্যাম্পাসের বালুর চরে ফুটবল খেলতে যান। এ সময় ওই এলাকারও কিছু যুবক একই স্থানে ফুটবল খেলতে আসেন। তারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খেলতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে বহিরাগতরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে আতাউর, অনিক, জয়, সাদেকুল, সাখাওয়াত, রুবেল, আনোয়ার, ইফতেখারসহ বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হন। আহতরা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

আরাফাত আরও বলেন, হামলার খবর পেয়ে আমরা নেত্রকোণা মডেল থানাকে জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমরাও তাৎকক্ষণিক ছাত্রদের বর্তমান ক্যাম্পাসে ফিরিয়ে আনি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ফুটবল খেলা নিয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকার কিছু যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬