‘বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছেন’

০৩ জুলাই ২০২২, ০২:০৭ PM
চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক সেমিনার

চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক সেমিনার © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিক্ষাক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কিত সেমিনারের আয়োজন করা হয়েছে। শনিবার ( ২ জুলাই ) তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সভাপতিত্বে কলেজটির শহীদ বরকত মিলনায়তন অডিটোরিয়ামে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।

প্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের প্রফেসর কাজী মুহাইমিন-আস-সাকিব বলেন, চতুর্থ শিল্প বিপ্লব  হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, তৃতীয় শিল্প বিপ্লবের ওপর ভর করেই এখন চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা হলো।  এখন এই শিল্প বিপ্লবের ফলে শিক্ষার্থীদেরকেও এগিয়ে যেতে হবে। নতুন কিছু জানতে হবে। এমনকি ভবিষ্যতের চাকরির বাজারেও শিল্প বিপ্লবের ফলে বড় পরিবর্তন আসতে চলেছে।

প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবু বকর ছিদ্দীক বলেন, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে শিক্ষা ক্ষেত্রেও নতুনত্ব আসছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের দিকে নিয়ে যাচ্ছেন। যার ফলে শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আসতে চলেছে। 

আরও পড়ুন: সারাদেশে হতে পারে বজ্রবৃষ্টিসহ ঝড়

তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, শিক্ষাক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের যে বিষয়টি আজকে তুলে ধরা হলো তা আমাদের ও আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অন্যদেরকেও অনেক কিছু জানাতে পারলাম ও শিক্ষাক্ষেত্রে চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে অবগত হতে পেরে আমরা আনন্দিত। 

সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ফরহাদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী, তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এএসএম আসাদুজ্জামান, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সালাহ উদ্দিন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান তৃতীয়
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা: কৃষিবিদ তুহ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফর্সা হলে ১০-১৫ মিনিট, শ্যাম বর্ণদের ৩০ মিনিট রোদে থাকার পর…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ, অনুষ্ঠিত হবে দুই শহরে
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনসহ খুঁটিনাটি জেনে নিন
  • ১৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে হামলা ও খাবার লুট
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9