ইবির চার প্রশাসনিক পদে নতুন মুখ

২৯ জুন ২০২২, ১০:০৯ PM
ইবির চার প্রশাসনিক পদে নতুন মুখ

ইবির চার প্রশাসনিক পদে নতুন মুখ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের নতুন পরিচালক ড.  আমানুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশনের পরিচালক ড. নওয়াব আলী এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো পৃথক চার বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মু. আতাউর রহমানের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত এইচ  এম আলী হাসান, ড. নওয়াব আলীকে পরিকল্পনা উন্নয়ন ডিভিশনের পরিচালক এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতরের পরিচালক আতাউল হকের মেয়াদ শেষ হওয়ায় ড. আমানুর রহমানকে এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক পদে জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। তারা এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী পদের সকল সুযোগ সুবিধা পাবেন।

আরও পড়ুন: দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মনিটরিং বাড়ানো হবে: ইউজিসি

নতুন দায়িত্বপ্রাপ্ত ড. আমানুর রহমান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবো। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে দফতরটিকে আধুনিক করার চেষ্টা করবো।

সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি চেষ্টা করবো তা যথাযথভাবে পালন করার জন্য। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬